থানা থেকে লুট হওয়া পিস্তল বিক্রির সময় ধরা পড়লেন যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১৫ আগস্ট ২০২৪
আটক মো. রুবেল

ফেনী মডেল থানা থেকে লুট হওয়া একটি পিস্তল বাইরে বিক্রি করার সময় উদ্ধার করেছে পুলিশ। এসময় রুবেল (২৮) নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাহার মিয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ আগস্ট) দিনগত রাতে ফেনী শহরের শাহীন একাডেমি এলাকায় পিস্তলসহ রুবেলকে আটক করে পুলিশ। তিনি পিস্তলটি বিক্রির জন্য ক্রেতার সঙ্গে দরকষাকষি করছিলেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রুবেলের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে গত ৫ আগস্ট সরকার পতনের পর ফেনীর তিনটি থানা ও মহিপাল ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।