শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পদত্যাগ দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৫ আগস্ট ২০২৪

টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পদত্যাগের দাবি তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে তারা জড়ো হন। সেখানে আন্দোলনে হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

পরে আন্দোলন চলাকালে মারুফ হত্যাকারীদের বিচারের দাবিতে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মারুফের ডেথ সার্টিফিকেট সংগ্রহের জন্য শেখ হাসিনা মেডিকেল হাসপাতালের দিকে রওয়ানা হয়।

সেখানে হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস ছুটি না নিয়ে অনুপস্থিত থাকায় তার পদত্যাগের দাবি জানান টাঙ্গাইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান। অতিদ্রুত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।

আরিফ উর রহমান টগর/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।