ছাত্র আন্দোলন

ফেনীতে আহত ৬ সাংবাদিককে অনুদান দিলো জামায়াত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৫ আগস্ট ২০২৪
ফেনীতে আহত ৬ সাংবাদিককে অনুদান দিয়েছে জামায়াতে ইসলামী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে আহত ছয় সাংবাদিককে অনুদান দিয়েছে ফেনী জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ফেনী প্রেস ক্লাবে আহত সাংবাদিকদের হাতে এ অনুদান তুলে দেন জেলা জামায়াতে ইসলামীর আমির একে এম শামসুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুফতি আবদুল হান্নান, মিডিয়া সমন্বয়ক আ ন ম আবদু রহিম প্রমুখ।

জামায়াত নেতারা বলেন, দেশের সব ক্ষেত্রেই সাংবাদিকরা তাদের লেখনী দিয়ে মানুষকে আলোর পথ দেখিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন। ফেনীতে ছয় সাংবাদিক আহত হয়েছেন বলে আমরা জেনেছি। সংগঠনের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।