৬১ যাত্রী নিয়ে ছাড়লো আন্তনগর বেনাপোল এক্সপ্রেস

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৫ আগস্ট ২০২৪

দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর ৬১ জন যাত্রী নিয়ে যশোরের বেনাপোল রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে বেনাপোল এক্সপ্রেস।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১টায় ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে।

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে সারাদেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল থেকে দুপুর ১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে বেনাপোল এক্সপ্রেস। বেনাপোলের জন্য ১০০ সিট বরাদ্দ থাকলেও যাত্রী ছিল ৬১ জন। ট্রেন ভ্রমণকারী যাত্রীদের সেবা দিতে রেল সব ব্যবস্থা নিয়েছে।

এদিকে, গত সোমবার থেকে মালবাহী ট্রেন, মঙ্গলবার থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর কারফিউ জারি হলে ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল।

মো. জামাল হোসেন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।