‘শামীম ওসমানের সন্তানরা ছিলেন চাঁদাবাজিতে যুক্ত’

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৫ আগস্ট ২০২৪

শামীম ওসমানকে ‘গডফাদার’ উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এই শামীম ওসমানের সঙ্গে অনেক কাউন্সিলর বিদেশে টাকা পাচার করেছেন। তার সন্তানরাও হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। এই অর্থপাচারকারীদের ছাড় দেওয়া যাবে না।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজী ইব্রাহিম শপিং কমপ্লেক্স এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গিয়াসউদ্দিন আরও বলেন, ওসমান পরিবারে দুই সন্তান কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তারা ছিলেন দখলবাজি ও চাঁদাবাজিতে। বিভিন্ন কারখানায় প্রভাব, ডিশ ব্যবসা ও ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণই ছিল তাদের প্রধান কাজ। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাদের ব্যানার টানানো হতো। যে ব্যানারে তাদের ছবি এমনভাবে দেওয়া হতো যে মানুষ দেখলেই তাদের ভয় পেতো। এভাবে অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জন করে তারা বিদেশে পাচার করেছেন।

বিএনপির এই নেতা আরও বলেন, শামীম ওসমান ‘খেলা হবে, খেলা হবে’ বলে অনেক হুঙ্কার দিয়েছিলেন। অথচ আজ তিনি পলাতক। বোরকা পরে পালিয়েছেন। ওয়ান ইলেভেনের সময় আমরা যখন আইনের কাছে আত্মসমার্পন করেছিলাম, তখনও তিনি বোরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে যান। পরে দেশে ফিরে পুনরায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করুন। আমরা আইন হাত তুলে নিতে চাই না। নারায়ণগঞ্জের মানুষ বিচার চায়। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই।

রাশেদুল ইসলাম রাজু/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।