কক্সবাজারে পালিয়ে আসা বিজিপির ১৩ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৪ আগস্ট ২০২৪

রাখাইনে চলমান সংঘাত থেকে পালিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের করা মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৩ সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকাল ৭টায় কক্সবাজারের টেকনাফ সাবরাং এবং নাজিরপাড়াস্থ নাফনদী দিয়ে তারা পালিয়ে আসেন।তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

কক্সবাজারে পালিয়ে আসা বিজিপির ১৩ সদস্য আটক

তিনি জানান, বিজিপির ১৩ সদস্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করা হয়। তাদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। তাদের নাম পরিচয় শনাক্তের কাজ চলছে। আইনী প্রক্রিয়া শেষ করে তাদের পুনরায় ফেরত পাঠানো হবে।

তিনি আরও জানান, মিয়ানমারে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। নিচ্ছিদ্র নিরাপত্তায় বিজিবি ২৪ ঘণ্টা সীমান্তে টহল রয়েছে। সীমান্তের যেকোন পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক।

এ নিয়ে গত জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত ১২৩ বিজিপি সদস্য বাংলাদেশে এসেছে। তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।