শেরপুরে পুড়ে যাওয়া থানা পরিদর্শনে ডিআইজি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৩ আগস্ট ২০২৪

শেরপুর সদর থানায় ৫ আগস্ট ভাঙচুরের পর অগ্নিসংযোগে সব পুড়িয়ে দেওয়ার কারণে স্বল্প পরিসরে শুরু হয়েছে পুলিশি কার্যক্রম। এছাড়া জেলার অন্য চার থানায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা।

এদিকে পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ মো. আবিদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ মো. আবিদ হোসেনসহ কর্মকর্তারা শেরপুর সদর থানা পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় কর্মস্থলে পুলিশ সদস্যদের যোগদানের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুলিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় ডিআইজি আবিদ হোসেন বলেন, পুলিশ নতুন উদ্যোমে কাজে ফিরেছে। মানবিক পুলিশিং করতে যে ব্যবস্থা নিতে হবে তা নিয় কাজ করছে সরকার।

ইমরান হাসান রাব্বী/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।