সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করে সনদ পেলেন শিক্ষার্থীরা
![সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করে সনদ পেলেন শিক্ষার্থীরা](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/bhola-1-20240813155454.jpg)
ভোলায় পুলিশের অনুপস্থিতিতে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়
ভোলায় পুলিশের অনুপস্থিতিতে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।
জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দাফিত্ব পালন করা শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, ফুলকুঁড়ি, বিএনসিসিসহ ৬০ জনের মধ্যে এ সনদপত্র বিতরণ করা হয়।
এসময় পুলিশ সুপার বলেন, ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা যেভাবে ট্রাফিকের দাফিত্ব পালন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের এ কর্মকাণ্ড কখনোই ভোলার নয়। আমরা তাদের কাজের স্বীকৃতিস্বরূপ সনদপত্র তুলে দিয়েছি। এতে তারা আরও উৎসাহিত হবেন বলে আশা করি।
জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস