ছাত্রলীগ নেতার সঙ্গে চাঁদাবাজি, বহিষ্কার হলেন যুবদল নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৩ আগস্ট ২০২৪
গত ৬ আগস্ট ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর লাহিড়ীহাট পাড়িয়া বাজারে চাঁদাবাজি করতে গেলে যুবদল নেতা ওমর ফারুক পান্নাকে আটক করে জনতা।

চাঁদাবাজির অভিযোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পান্নাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। রোববার (১১ আগস্ট) রাত ১০টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এর আগে গত ৬ আগস্ট বালিয়াডাঙ্গীর লাহিড়ীহাট পাড়িয়া বাজারে এক দোকানে কয়েকজন মিলে চাঁদাবাজি করতে যান। যার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে ওমর ফারুক পান্না ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আমান, ভানোর ইউনিয়ন যুবদলের সদস্য মামুন ও ছাত্রলীগ নেতা রায়হানও ছিলেন।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মকবুল হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সনগাঁও এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে সাবেক যুবনেতা ওমর ফারুক পান্না বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া বাজারে চাঁদাবাজির সময় উত্তেজিত জনতার হাতে আটক হয় এবং তার সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়। উত্তেজিত জনতা পান্নাকে পাড়িয়া বাজার থেকে লাহিড়ী হাটে নিয়ে্ এলে ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান ও স্থানীয় লোকজনের সামনে চাঁদার টাকা ফেরত দেওয়ার কথা বললে তাকে ছেড়ে দেয় জনতা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওমর ফারুক পান্না ও তার সঙ্গীয় লোকজনের চাঁদাবাজির ঘটনাটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার হওয়ায় বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। দলের ভাবমূর্তি স্বাভাবিক রাখার জন্য ওমর ফারুক পান্নাকে উপজেলা বিএনপির সকল পদ-পদবি থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। পাড়িয়া বাজারে ওমর ফারুক পান্না ছাত্রলীগ এবং যুবলীগ নেতাদের নিয়ে চাঁদাবাজি করেন। ভিডিও ফুটেজে তার প্রমাণ মিলেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগ প্রসঙ্গে যোগাযোগ করা হলে ওমর ফারুক পান্না বলেন, ব্যক্তিগত আক্রোশ ও দলীয় গ্রুপিংয়ের কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাছাড়া আমাকে ঠাকুরগাঁও জেলা যুবদল ও কেন্দ্রীয় যুবদল ছাড়া কেউ বহিষ্কার করতে পারে না। উপজেলা বিএনপি যা করেছে, তা নিয়ম বহির্ভূত।

ছাত্রলীগ নেতার সঙ্গে চাঁদাবাজি, বহিষ্কার হলেন যুবদল নেতা

ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নুর বলেন, উপজেলা বিএনপি ওমর ফারুক পান্নাকে বহিষ্কার করার অধিকার রাখে না। বহিষ্কার করতে পারে জেলা যুবদল ও কেন্দ্রীয় যুবদল। উপজেলা বিএনপি বহিষ্কারের সুপারিশ করতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিএম মাহাবুবর রহমান বলেন, ওমর ফারুক পান্নার চাঁদাবাজির ভিডিও ফুটেজ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি নষ্ট হয়। দলীয় ভাবমূর্তি রক্ষায় এবং পরবর্তীতে এমন কোনো ঘটনা যেন না ঘটে সেজন্যই তাকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে দলের কেউ যদি সহিংসতা, ভাঙচুর, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হয়, তার প্রমাণ পেলে আমরা তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেবো। এরইমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

তানভীর হাসান তানু/এফএ/এমএমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।