ফেনীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:৪৮ এএম, ১৩ আগস্ট ২০২৪

ফেনীর দাগনভূঞা থানা থেকে লুট হওয়া পিস্তল ও ২২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে সেনাবাহিনীর উপস্থিতিতে থানায় পিস্তলটি জমা দেওয়া হয়।

থানা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট দাগনভূঞা থানায় হামলা ভাঙচুর ও লুটপাট চালায় ১০০-১৫০ দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি অস্ত্র ও গুলি লুট হয়। লুট হওয়া অস্ত্র-গুলির কয়েকটি ইতিমধ্যে উদ্ধার হয়েছে। আজ পিস্তল ও ২২ রাউন্ড গুলি উদ্ধার হয়।

বিজ্ঞাপন

দাগনভূঞা উপজেলা জামায়াতের সাবেক আমির নুর নবী দুলাল বলেন, সামাজিক সমাবেশগুলো থেকে বার বার ঘোষণার পরিপ্রেক্ষিতে দাগনভূঞা থানায় লুট হওয়া ছয়টির মধ্যে দ্বিতীয় পিস্তল ও গুলি উদ্ধার হয়েছে। একজন আমাকে ফোন করে এগুলো আমার কাছে হস্তান্তর করে। আমি তাকে নিয়ে থানায় গিয়ে অস্ত্র ও গুলি জমা দিয়ে এসেছি।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশিম অস্ত্র ও গুলি উদ্ধারে তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।