ভারতে যাওয়ার পথে বেনাপোল সীমান্তে আটক বিজিবি সদস্য

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:২৯ এএম, ১২ আগস্ট ২০২৪

যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে শাওন ঘোষ নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে ধরে বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।

রোববার (১১ আগস্ট) বিকেলে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে ধরা হয়। বিজিবি ব্যাটালিয়ন থেকে ছুটি না নিয়ে তিনি গোপনে ভারতে যাচ্ছিলেন।

আটক বিজিবি সদস্য ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার খেদাপাড়া গ্রামের বিধান ঘোষের ছেলে। তিনি ২১ ব্যাটালিয়ন বিজিবির সদস্য বলে জানা গেছে।

স্থানীয় পরিবহন ব্যবসায়ী জুয়েল জানান, তারা চেকপোস্টে অবস্থান করছিলেন। ইমিগ্রেশন পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশে বাধা দিয়ে তাকে ফেরত দেয়। এ সময় প্যাসেঞ্জার টার্মিনালের সামনে সন্দেহভাজন চলাফেরা দেখে স্থানীয় জনতা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মোবাইল চেক করে। প্রথমে তিনি কৃষক ও পরে ছাত্রদলের কর্মী পরিচয় দেন।

এ সময় ফেসবুক ঘেটে দেখা যায় চলমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পক্ষে বিভিন্ন স্ট্যাটাস ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে তার ছবি তোলা রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি এসব ঘটনায় আতঙ্কিত হয়ে গা-ঢাকা দিতে ভারতে যাচ্ছিলেন।

আটক বিজিবি সদস্য শাওন ঘোষ প্রাথমিক জিজ্ঞাসায় বিজিবির কাছে জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন। পুলিশ ও জনতার কাছে আতঙ্কিত হয়ে তিনি ভুল বলেছেন। তবে ছুটি না নিয়ে কেন যাচ্ছেন বা মোবাইলে বিতর্কিত এসব ছবি পোস্ট করা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি এ বিজিবি সদস্য।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান জানান, জনতা তাকে ধরে বিজিবির হাতে তুলে দিয়েছে। তবে তার সঙ্গে কেউ খারাপ আচরণ করেনি। তিনি অনিয়ম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তাকে বিজিবি ব্যাটালিয়নে সোপর্দ করা হয়েছে। তারা বিষয়টি দেখছে।

বেনাপোল ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক জানান, বর্তমান পরিস্থিতিতে মেডিকেল ভিসায় যাতায়াত স্বাভাবিক আছে। ট্যুরিস্ট ও বিজনেস ভিসা যাচাই-বাছাই করে খুব জরুরি হলে তাদের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

জামাল হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।