শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: প্রিন্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:৪২ এএম, ১২ আগস্ট ২০২৪

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শেখ হাসিনার পতন ছাত্র-জনতার বিজয়ের প্রথম অর্জন। এখন প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগের জঞ্জাল পরিষ্কার করে প্রশাসনকে নির্বাচনমুখী করতে হবে। ছাত্র-জনতার বিজয় ধরে রাখতে হলে রাজনৈতিক দলের সরকার আসতে হবে। তাই আগামী তিন মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হল মিলনায়তনে বিএনপির বিভাগীয় যৌথ সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে আসুক। তাকে বিচারের মুখোমুখি করা হবে। তার অহংকারের কারণে দেশের আজ এই অবস্থা।

এসময় বিএনপি নেতাকর্মীদের মাথা ঠাণ্ডা রেখে কাজ করার আহ্বান জানান প্রিন্স।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দুদের মিছিলে ঢুকে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। সীমান্তে লাখ লাখ হিন্দু ভারত যেতে অবস্থান নিয়েছে বলে ভারতীয় মিডিয়ায় প্রচার করা হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকবে হবে। অনেক ষড়যন্ত্র চলছে। তাই পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করুন। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাদের শেল্টার দেওয়া যাবে না। তারেক রহমান রাষ্ট্র মেরামতে যে রূপরেখা তৈরি করেছেন, তা জনগণ গ্রহণ করেছে।

তিনি বলেন, সারাদেশে একদল উচ্ছৃঙ্খল মানুষ ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে। বিএনপি কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িত না। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুম ও নিপীড়ন করেছে। কিন্তু বিএনপি এসব প্রতিহিংসায় বিশ্বাস করে না।


মঞ্জুরুল ইসলাম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।