আ’লীগ নেতার নির্দেশে বোমা বিস্ফোরণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১১ আগস্ট ২০২৪
আটক রিফাত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের পোদ্দার বাড়ি গেটের সামনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

আটকদের একজন ফুরশাইল গ্রামের মো. আলমের ছেলে রিফাত (২১)। তার দাবি, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের নির্দেশে তিনি এ ঘটনা ঘটান।

আটক অন্যরা হলেন ফুরশাইল গ্রামের সিরাজুল বেপারীর ছেলে সমিত বেপারী (১৯) ও কাজীরবাগ গ্রামের জাকির হোসেনের ছেলে তুহিন (২০)।

স্থানীয় ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মো. জামান বলেন, ‘সেনাবাহিনী এসেছিল। দুষ্কৃতকারীরা পালিয়েছে। আমরা সজাগ আছি যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

অভিযোগের জানতে চাইলে মাসুদ খান বলেন, ‘আমি এসবে জড়িত না। সকালে শুনলাম ছেলেগুলোকে ভয় দেখিয়ে আমার নাম বলানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, ‘রাতেই শুনেছি। ছেলেগুলোকে যাতে মারধর না করে সেজন্য বলা হয়। আজ সকালে শুনি সেনাবাহিনী এসেছে।’

আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।