চাঁদপুরে শুরু হয়েছে পিবিআইয়ের কার্যক্রম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১১ আগস্ট ২০২৪

দেশের বিরাজমান পরিস্থিতিতে বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলার কার্যক্রম।

রোববার (১১ আগস্ট) বিকেলে পিবিআই জেলা কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিরাজমান পরিস্থিতিতে পিবিআই চাঁদপুর জেলার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। সর্বসাধারণের আইনগত সেবা এবং সর্বপ্রকার পুলিশি সেবা দেওয়ার নিশ্চয়তা স্বরূপ পিবিআই চাঁদপুর জেলা রোববার (১১ আগস্ট) হতে সব ধরনের কার্যক্রম চালু হয়েছে। এছাড়া আগামীকাল (১২ আগস্ট) শহরের বিভিন্ন স্থানে পরিদর্শন ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হবে বলে জানান তিনি।

শরীফুল ইসলাম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।