ইজিবাইক ছিনতাইয়ের সময় গণপিটুনিতে দুই যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১১ আগস্ট ২০২৪
ফাইল ছবি

দিনাজপুর সদরে চালককে আহত করে ইজিবাইক ছিনতাইচেষ্টার সময় গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।

শনিবার (১০ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের রামসাগর নওশনদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহরের বালুবাড়ি এলাকার সাব্বির হোসেনরে ছেলে শুভ মেরাজ (২০) ও উপশহর ৪ নম্বর ব্লকের জুয়েল ইসলামের ছেলে তারেক (১৭)।

আহত ইজিবাইকচালকের নাম জানা যায়নি। তবে তিনি শহরের মাহুতপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১২টার দিকে ইজিবাইক ভাড়া করে চালককে শহর থেকে খানপুর এলাকায় যেতে বলেন শুভ মেরাজ ও তারেক। পথে রামসাগরের কাছে পৌঁছালে ইজিবাইক থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন তারা। একপর্যায়ে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় আহত চালকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই দুজনকে আটক করে গণপিটুনি দেন। রাত ৩টায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন গণপিটুনিতে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।