ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১১ আগস্ট ২০২৪

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে তাদের মৃত্যু হয়।

তারা হলেন, মেরিনা বেগম (৪৫), তার মেয়ে সাথী আক্তার (১৪) ও আব্দুল আলীম নামে একজনের মৃত্যু হয়েছে।

মেরিনা বেগম ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী ও সাথী আক্তার তার মেয়ে। আব্দুল আলীম হরিপুর উপজেলার যাদুরানী পশ্চিম কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে।

আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হবিবুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার দুজনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে যায়। এ সময় বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে মারা যান। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তানভীর হাসান তানু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।