সহিংসতার অভিযোগে বাউফলে বিএনপি সভাপতিকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১১ আগস্ট ২০২৪

পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট এবং হুমকি-ধামকির অভিযোগে পৌর বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর হুমায়ুন কবির ওরফে নাইয়া কবিরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১০ আগস্ট) রাতে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি আ. রশিদ চুন্নু মিয়া ও সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

উপজেলা বিএনপি সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন স্থানে ভাংঙচুর, লুটপাট ও হুমকি-ধামকির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে গত ৮ আগস্ট হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশের জবাবে হুমায়ুন কবিরের লিখিত ও মৌখিক বক্তব্য জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য না হওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে হুমায়ুন কবিরের ছেলে ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিক বলেন, আমার বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো প্রমাণ নেই।

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, আমরা হুমায়ুন কবিরের অব্যাহতির চিঠি পেয়েছি। পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

আব্দুস সালাম আরিফ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।