ফেনীতে হঠাৎ বজ্রপাতে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১০ এএম, ১১ আগস্ট ২০২৪

ফেনীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন জুয়েল বালামি দাস (২১) নামে এক যুবক। শনিবার (১০ আগস্ট) বিকেলে সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জুয়েল সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাড়াইতকান্দি গ্রামের দাস পাড়ার তপন বালামী দাসের ছেলে।

জুয়েলের চাচা মতি লাল দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়েল মাঝেমধ্যে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতো। তার বাবার সঙ্গে মাছ ধরা ও সেলুনেও কাজ করতো। বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

নিহতের বাবা তপন বালামি দাস জানান, তার ছেলে জুয়েল বালামি দাস মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। বিকেলে আবুল কাশেম নামের একজন তার ছেলের পড়ে থাকার খবর জানায়। ঘটনাস্থলে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. অতুল চক্রবর্তী বলেন, বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতের কারণে জুয়েলের শরীরের বাম পাশে কালো দাগ হয়ে গেছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।