মাদারীপুরে ট্রাকচাপায় প্রাণ গেলো আইনজীবীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:৩৮ এএম, ১১ আগস্ট ২০২৪
অ্যাডভোকেট জাকির হোসেন লোকমান

মাদারীপুরে ট্রাকচাপায় জেলা আদালতের জিপি (সরকারি কৌঁসুলি) অ্যাডভোকেট জাকির হোসেন লোকমান (৫৮) নিহত হয়েছেন।

শনিবার (১০ আগস্ট) দুপুরে এক্সপ্রেসওয়ের মাদারীপুর শিবচরের নিমতলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন লোকমান মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আব্দুল মান্নান উকিলের ছেলে। তিনি মাদারীপুর জেলা আদালতের সরকারি আইন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জাকির হোসেন লোকমান শনিবার দুপুরে মোটরসাইকেলের পেছনে বসে ঢাকা যাচ্ছিলেন। পথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে শিবচরের নিমতলী এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল রাখেন। এরপর তারা যাত্রী ছাউনির দিকে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেন লোকমান মারা যান।

মাদারীপুর আদালতের পিপি অ্যাডভোকেট আল মামুন বলেন, নিহত জাকির হোসেন লোকমান মাদারীপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি দ্বিতীয় মেয়াদে সরকারি কৌঁসুলির দায়িত্বে ছিলেন। আজ (শনিবার) ঢাকা যাওয়ার সময় তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান।

আয়শা সিদ্দিকা আকাশী/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।