চুয়াডাঙ্গায় বিজিবি-পুলিশের সভা

আর কোথাও আইনশৃঙ্খলার অবনতি করতে দেওয়া হবে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১০ আগস্ট ২০২৪

চুয়াডাঙ্গার দর্শনা থানার প্রধান ফটকের সামনে পুলিশ-আনসার ও বিজিবি আলোচনা সভা করেছে। শনিবার দুপুরে নিরাপত্তা, পুলিশের মনোবল জোরদার ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ সভা হয়।

এ বিষয়ে দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, দর্শনার মানুষ শান্ত। এখানে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা নেই। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটেছে। তবে এগুলো আর ঘটতে দেওয়া যাবে না। সবার সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করবো।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আ. সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, আমরা সবসময় পুলিশের পাশে আছি। আর কোথাও দুর্বৃত্তদের আইনশৃঙ্খলার অবনতি করতে দেওয়া হবে না। আমাদের সীমান্তবর্তী এলাকার সব মানুষের নিরাপত্তা দিতে বিজিবি-পুলিশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।