শরীয়তপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্যরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১০ আগস্ট ২০২৪

শরীয়তপুরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

শনিবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শ্যামল বিশ্বাস।

জানা যায়, পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণার পর থেকে সড়কে কোনো ট্রাফিক নেই। তাই বিভিন্ন স্থানে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। বিষয়টি নজরে আসলে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট থানার বিভিন্ন স্পটে ফায়ার সার্ভিসের ১০ সদস্য এ কাজ করছেন।

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শ্যামল বিশ্বাস বলেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে জেলায় বিভিন্ন স্পটে ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যতদিন না পুলিশ দায়িত্ব নেবে, ততদিন এ কার্যক্রম চলবে।

বিধান মজুমদার অনি/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।