সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন রেজাউল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১০ আগস্ট ২০২৪
বাঘের আক্রমণের শিকার রেজাউল

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন রেজাউল পাইক নামে এক জেলে।

শনিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে সুন্দরবনের ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি।
বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল পাইক শ্যামনগর উপজেলার মুন্সীগন্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে।

রেজাউল পাইকের পারিবার জানায়, জ্বালানি কাঠ সংগ্রহ করতে সুন্দরবনে যান তিনি। ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় জ্বালানি সংগ্রহকালে একটি বাঘ তার উপর হামলে পড়ে। এসময় প্রাণে বাঁচতে হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করলে এক পর্যায়ে বাঘটি চলে যায়।

আহত রেজাউল শ্রবণ প্রতিবন্ধী বলে জানা গেছে। তিনি এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

আহসানুর রহমান রাজীব/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।