মাদারীপুরে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১০ আগস্ট ২০২৪

মাদারীপুরে সেনাবাহিনী ও র‌্যাবকে সঙ্গে নিয়ে বাজার নিয়ন্ত্রণে নেমেছে শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) সকালে শহরের পুরান বাজারের কাঁচাবাজার থেকে এ কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থীরা জানায়, জেলার বিভিন্ন বাজার মনিটরিংয়ে যান সেনাবাহিনী, র‌্যাব ও শিক্ষার্থীরা। তারা কাঁচাবাজার, চালের আড়ৎ ও মাছ বাজার ঘুরে দেখেন। এ সময় অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়। বাড়তি দাম রাখা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

এ সময় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাতসহ সেনাবাহিনী কর্মকর্তা ও সেনা সদস্যদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।