খুলনায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবার মাঠে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৪:০৪ এএম, ১০ আগস্ট ২০২৪
নৌবাহিনীর সদস্যদের হাতে আটক একজন

খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, রাহাজানি বন্ধে এবার মাঠে নেমেছে নৌবাহিনী।

শুক্রবার (৯ আগস্ট) থেকে সেনাবাহিনীর পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ শুরু করছেন নৌবাহিনীর সদস্যরা।

শেখ হাসিনার সরকারের পতনের পর সারাদেশের ন্যায় খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছি। বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই। পুলিশ মাঠে না থাকার সুযোগে চলমান এসব অপরাধ প্রতিহত করতে সেনাবাহিনীর পাশাপাশি শুক্রবার থেকে নৌবাহিনীও কাজ শুরু করেছে।

খুলনায় নৌবাহিনীর নেতৃত্বে থাকা লে. নাইম বলেন, দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে। যারা আইন-শৃঙ্খলা পরিপন্থি কাজ করছে তারা আইনের হাত থেকে রেহাই পাবে না।

আলমগীর হান্নান/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।