ধর্ম যার যার, অধিকার সবার: জামায়াতের আমির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ০৯ আগস্ট ২০২৪
রাজশাহীতে শিবির নেতা রায়হানের জানাজায় অংশ নিয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

ধর্ম যার যার, অধিকার সবার। সুতরাং কোথাও কোনো দুর্বৃত্তপনা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত শিবির নেতা রায়হানের জানাজায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

শফিকুর রহমান বলেন বলেন, ‘একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্রবিশেষে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জাতিকে আহ্বান জানাচ্ছি, যেখানেই দুর্বৃত্তপনা দেখবেন, তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে হবে। আমরা কথা দিচ্ছি, বিদ্যমান প্রশাসনকে এ বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যাগুরু নয়। এজন্য কে সংখ্যালঘু এ প্রশ্নটি আমাদের কাছে অবান্তর। আমরা এসব দুর্বৃত্তপনা মানবতাবিরোধী কাজ মনে করি।’

ধর্ম যার যার, অধিকার সবার: জামায়াতের আমির

জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামে আদর্শবাদী দল জামায়াত ও ছাত্রশিবিরের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে রায়হানের শাহাদাতের অবদান জাতি চিরকাল মনে রাখবে।’

সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পূর্বমুহূর্তে রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়েছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান (২৮)। এসময় ছাত্রলীগের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।

সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।