শিবচরের এক্সপ্রেসওয়েতে বেড়েছে যান চলাচল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৯ আগস্ট ২০২৪
মাদারীপুরের শিবচরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বেড়েছে

স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জীবনযাত্রা। এর প্রভাব পড়েছে মাদারীপুরের শিবচরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে। যানবাহন চলাচল বেড়েছে।

শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকেই পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে দূরপাল্লার পরিবহনসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা গেছে।

এক্সপ্রেসওয়ের শিবচরের বিভিন্ন বাস স্টপেজে ঢাকাগামী যাত্রীদের বেশ ভিড় দেখা যায়। দূরপাল্লার পরিবহনের সঙ্গে ভাঙ্গা-ঢাকা স্থানীয় পরিবহনগুলোও স্বাভাবিকভাবে চলছে।

স্থানীয় ব্যাবসায়ী আয়নাল হাওলাদার বলেন, ‘১০-১২ দিন ধরে জরুরি প্রয়োজন ছাড়া যাত্রীদের দেখা যায়নি। সড়ক প্রায় ফাঁকা ছিল। তবে আজ সকাল থেকেই পরিবর্তন দেখা যাচ্ছে। যাত্রীদের সংখ্যা বেড়েছে।’

ঢাকাগামী যাত্রী মো. সাদী বলেন, ‘ঢাকা যাওয়া দরকার ছিল কিন্তু যাইনি। বর্তমানে দেশের অবস্থা স্বাভাবিক হতে শুরু করায় আজ ঢাকা যাচ্ছি।’

ঢাকাগামী সোনালী পরিবহনের সুপারভাইজার মো. মামুন বলেন, ‘বেশকিছু দিন ধরে যাত্রী খুব কম। তবে আজ সকাল থেকে যাত্রীর সংখ্যা বাড়ছে।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, পদ্মা সেতুতে স্বাভাবিকভাবেই যানবাহন পারাপার হচ্ছে। যাত্রী সংখ্যাও সড়কে বেড়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।