জগদ্দল পাথরের মতো চেপে ছিল ওসমান পরিবার: রফিউর রাব্বী
‘বিগত সময়ে কারা কারা অস্ত্র নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শামীম ওসমান, অয়ন ওসমান, তথাকথিত এক সাংবাদিকসহ যারা প্রকাশ্যে অস্ত্র চালিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জগদ্দল পাথরের মতো ওসমান পরিবার আমাদের ঘাড়ে চেপে ছিল।’
বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এসব কথা বলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। ওসমান পরিবারের হাতে খুন হওয়া পাঁচজনের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই সমাবেশ হয়।
রফিউর রাব্বি বলেন, বিগত সময়ে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেয়নি। উল্টো তাদের সহযোগিতা করেছে। মিঠুকে দাঁড়িয়ে থেকে হত্যা করেছে আজমেরী ওসমান। ফতুল্লা থানায় মামলা করতে গেলে বলেছে, আজমেরী ওসমানের নাম বাদ দিয়ে নিয়ে আসেন। না হলে মামলা নেওয়া হবে না। ত্বকী হত্যায় আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন ছাড়াও শামীম ওসমান, অয়ন ওসমান অংশ নেন।
তিনি আরও বলেন, ওসমান পরিবারের সাঙ্গ পাঙ্গরা হাট, ঘাট, পরিবহন, বালুমহাল, নারায়ণগঞ্জ ক্লাব, রাইফেল ক্লাব, নারায়ণগঞ্জ চেম্বার, ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনে নির্বাচন না করে দখল করে রেখেছিল।
রফিউর রাব্বি বলেন, কেউ যদি ভেবে থাকেন দেশ পাকিস্তান বা আফগানিস্তান হয়ে যাবে, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা নয়, প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করে সবার নিরাপত্তার দেশ হবে। এদেশে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, মাজার, ভাস্কর্য সব নিরাপদ থাকতে হবে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের উপদেষ্টা রথীন চক্রবর্তী, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দীপু ও ভবানী শংকর রায় প্রমুখ।
মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/এমএস