বৃষ্টিতে ভিজে ট্রাফিকের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৮ আগস্ট ২০২৪

ভোলায় বৃষ্টির মধ্যেই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এসময় তারা সড়কে যানবাহনকে আইন মেনে চলার পরামর্শও দেন। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরাও এ দায়িত্ব পালন করছেন। এদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। যানবাহনের চালকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে ভোলার শহরের বাংলা স্কুল মোড়, বরিশাল দালাল এলাকায় ও ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড, ইলিশা বাসস্ট্যান্ড, ঘুগিরঘোলসহ বিভিন্ন স্থানে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট, রোবাল স্কাউট, ফুল কুড়ি, বিএমসিসিসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা এ দায়িত্ব পালন করছেন।

এসময় শিক্ষার্থী সাদিয়া আক্তার, শাকিলা জাহান ও ভোলা সদর উপজেলার রেড ক্রিসেন্টের যুব টিম লিডার মো. রায়হান জানান, বর্তমানে যেহেতু সড়কে পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন না। তাই তারা সড়কে নেমে ঐক্যবদ্ধ হয়ে সড়কের জ্যাম ও মানুষের নিরাপত্তায় কাজ করছেন। পাশাপাশি সব যানবাহন চালককে ট্রাফিক আইন মেনে চলার জন্যও অনুরোধ করছেন তারা।

জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।