সাগরে ভেসে এলো একে একে তিন ভাইয়ের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৮ আগস্ট ২০২৪
ফাইল ছবি

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের পশ্চিম সাগরে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ তিন শিশু-কিশোরে মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) ভিন্ন ভিন্ন সময়ে তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহতরা সম্পর্কে চাচাতো তিন ভাই।

নিহতারা হলো, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মহোহরখালী এলাকার মাসুক হোসেনের ছেলে আশেক (১২), আলী হোসেনের ছেলে আলিম উদ্দিন (১২) ও হাসেমের ছেলে জাওয়াদ (৬)। আশেক ও আলিম উদ্দিন বায়তুশ শরফ হাফেজখানা মাদরাসার শিক্ষার্থী ও জাওয়াদ মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হাকিম বলেন, সৈকত তীরে ভেসে এলে উদ্ধার হওয়া তিন চাচাতো ভাইয়ের মরদেহ বিকেল ও সন্ধ্যায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সৈকতের বেলাভূমিতে ফুটবল খেলা শেষে সাগরে গোসল করতে নামে তিন ভাই। এসময় স্রোতে তলিয়ে তারা নিখোঁজ হয়। সন্ধ্যা ও রাতে বিভিন্ন পয়েন্টে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। পরে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে বিভিন্ন এলাকায় তাদের মরদেহ ভেসে আসে।

সায়ীদ আলমগীর/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।