জয়পুরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৭ আগস্ট ২০২৪

জয়পুরহাটে পরিচ্ছন্নতা অভিযান ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শহরের বিশাল চত্বর, মেহেদী চত্বর মোড়, আমতলী ও থানার সামনে ২০-২৫ জন শিক্ষার্থীরা এসব দায়িত্ব পালন করছেন।

শৃঙ্খলার দায়িত্বে থাকা জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া খাতুন জাগো নিউজকে বলেন, শহরের শৃঙ্খলা ফেরাতে আমরা স্বেচ্ছায় এসব কাজ করছি। শৃঙ্খলার পাশাপাশি পরিচ্ছন্নতার কাজও করছি আমরা।

জয়পুরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা

সড়কে দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবক সালেহুর রহমান সজিব জাগো নিউজকে বলেন, পুলিশেরা যেহেতু কর্মবিরতি পালন করছে সেই কারণে কোনো ট্রাফিক নেই। আমরা পর্যায়ক্রমে ২০-২৫ জন করে শিক্ষার্থী শহরের শৃঙ্খলা ফেরাতে কাজ করছি।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।