পলায়ন ঠেকাতে পঞ্চগড় সীমান্তজুড়ে রেড অ্যালার্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৭ আগস্ট ২০২৪
ফাইল ছবি

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বৃদ্ধি করা হয়েছে টহল।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তিন পাশ জুড়েই ২৮৪ কিলোমিটার ভারতীয় সীমান্ত। দীর্ঘ এ সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি, নীলফামারি ৫৬ বিজিবি এবং ঠাকুরগাও ৫০ বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। দেশের চলমান অস্থিরতার মধ্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং দেশ থেকে কোনো দুষ্কৃতিকারী অবৈধপথে ভারত যেতে না পারে এজন্য সীমান্তে কড়া নজরদারিসহ রেড অ্যালার্ট জারি করে বিজিবি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, উভয় সীমান্তেই রেড অ্যালার্ট জারি রয়েছে। তাদের নিরাপত্তার স্বার্থে তারা আগেই করেছেন। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমারাও সীমান্তে টহল বৃদ্ধিসহ পুরো সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছি।।

সফিকুল আলম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।