মুরগি কেনা নিয়ে দ্বন্দ্বে সিরাজগঞ্জে পাট বন্দরে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৭ আগস্ট ২০২৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাট বন্দর ও তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাট বন্দর ও তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উল্লাপাড়া মডেল থানার পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিকেল ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি ফায়ার সার্ভিস।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আমরা ছয়টা ইউনিট কাজ করছি। আগুন নিয়ন্ত্রণ করতে আরও দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগবে।

স্থানীয়রা জানান, বাবলু নামের এক ব্যক্তি পৌর বাজারে মুরগি কিনতে গেলে ব্যবসায়ীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে একজনকে মারধর করা হলে চরসাতবাড়িয়া ও জিগরা গ্রামের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে একপক্ষ পাট বন্দরে আগুন দিলে সেটি ছড়িয়ে তেলের গুদাম ও ৮-১০টি দোকানে ছড়িয়ে পড়ে।

এম এ মালেক/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।