মোংলা

বিএনপির ‘শান্তি’ প্রচারণা, সংখ্যালঘুদের নির্যাতন না করার আহ্বান

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০৭ আগস্ট ২০২৪

মোংলায় চিংড়ি ঘের দখল ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনসহ কোনো ধরনের বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়েছে বিএনপি।

বুধবার দুপুরে শহরে ‘শান্তি’ প্রচারণা শেষে পৌর মার্কেট চত্বরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি এ আহ্বান জানান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, এরই মধ্যে দু-একটি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। তা আমি নিয়ন্ত্রণ করেছি। এরপরও কেউ কোথাও বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ও দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় নেতা আবু হোসেন পনি, এমরান হোসেন, মাহবুবুর রহমান মানিক, বাবলু ভূঁইয়া, মো. কাশেম, মো. সুমন মল্লিক।

পথসভা শেষে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবার মাঝে সচেতনতা সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করতে পৌরসভাসহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শান্তি প্রচারণা চালাচ্ছেন বিএনপির এই নেতা।

আবু হোসাইন সুমন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।