গাজীপুরে খুলেছে অধিকাংশ পোশাক কারখানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৭ আগস্ট ২০২৪
কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা

বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর খুলেছে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই কারখানার শ্রমিকরা নিজেদের কর্মস্থলে যোগ দিয়েছেন। কারখানা কর্তৃপক্ষ যে যার মতো করে নিজেদের নিরাপত্তা বিধান করেছে। কর্মস্থলে ফিরতে পেরে খুশি বলে জানিয়েছেন পোশাককর্মীরা।

অপরদিকে যথাসময়ে নিয়ম মেনে তৈরি পোশাক শিপমেন্টের জন্য কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু করা জরুরি ছিল বলে জানিছে কারখানা কর্তৃপক্ষ।

গাজীপুরে খুলেছে অধিকাংশ পোশাক কারখানা

জানা যায়, গাজীপুরের দুই হাজারের অধিক পোশাক কারখানা রয়েছে। এসবের মধ্যে অধিকাংশ কারখানা আজ খুলেছে। তবে যেগুলো উৎপাদন শুরু হয়নি সেগুলোতেও অফিসিয়াল কাজ চলছে। ধারণা করা হচ্ছে আগামীকালের মধ্যে সব কারখানায় উৎপাদন শুরু হবে।

শিল্প পুলিশ বলছে, গাজীপুরের অধিকাংশ শিল্পকারখানা খুলেছে।

মো. আমিনুল ইসলাম/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।