কোটা আন্দোলন

ফরিদপুরে পুলিশের চার মামলায় গ্রেফতার সবার মুক্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:০২ এএম, ০৭ আগস্ট ২০২৪

ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের করা ৪টি মামলায় গ্রেফতার হওয়া ৬৫ জনের জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ফরিদপুরের সদর, ভাঙ্গা ও সদরপুর আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা এ আদেশ দেন। দুপুরে জেল থেকে তারা মুক্ত হন।

ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু বলেন, আজ আমাদের জাতির আনন্দের দিন। আজ আদালত আমাদের আন্দোলনে আটক ৬৫ জনের মুক্তি দিয়েছেন।

ফরিদপুরে পুলিশের চার মামলায় গ্রেফতার সকলের মুক্তি

সদরপুর আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌর চন্দ্র সাহা, ফরিদপুর সদর আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ভাঙ্গা আদালতের বিচারক মো. নাছিম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার আসামি পক্ষের একজন আইনজীবী এ আর লিটন জানান, ফরিদপুরের তিনটি থানায় পুলিশের করা মামলায় গ্রেফতার হওয়া সবাই জামিনে মুক্ত হয়েছেন। শুধু ভাঙ্গা থানার মিসকেস হওয়া কয়েকজনের জামিন শুনানি পরবর্তীতে নির্ধারণ করেছেন আদালত।

এন কে বি নয়ন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।