মোংলা-রামপালে সংখ্যালঘুদের জানমাল রক্ষায় বিএনপির টহল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৬ আগস্ট ২০২৪

বাগেরহাটে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় টহলে নেমেছে বিএনপি। মঙ্গলবার (৬ আগস্ট) জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা এ কার্যক্রম শুরু হয়।

দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী নেতাকর্মীদের নিয়ে এক জরুরি বৈঠক করে যাবতীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করেন। এ কমিটির সবাইকে সজাগ থেকে টহলের থাকার নির্দেশনা দেন।

মোংলা-রামপালে সংখ্যালঘুদের জানমাল রক্ষায় বিএনপির টহল

এদিকে মোংলায়ও শান্তি কমিটি গঠন করে সংখ্যালঘুদের মন্দির, গীর্জা, জানমাল ও বন্দর, শিল্প এলাকা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রসহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় টহলের কাজ শুরু করেছেন স্থানীয় বিএনপি।

আবু হোসাইন সুমন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।