কুমিল্লায় বিজয় মিছিল থেকে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৬ আগস্ট ২০২৪

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই খুশিতে কারফিউ ভেঙে সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা থেকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহলের সামনে জড়ো হতে থাকে হাজারো ছাত্র-জনতা। শুরু হয় বিজয় উল্লাস। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, নারী, কিশোরী সববয়সী বিভিন্ন মানুষকে উল্লাস করতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে স্লোগান দিতে শোনা যায়।

এদিকে বিজয় মিছিল থেকে আওয়ামী লীগের সব ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করতে দেখা যায়। এ সময় কান্দিরপাড় এলাকায় স্থানীয় একটি পত্রিকা অফিসও ভাঙচুর করেন তারা।

বিজ্ঞাপন

এছাড়া বিকেল সোয়া ৩টার দিকে বিক্ষুব্ধ ছাত্রজনতা নগরীর রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ তলা বিশিষ্ট অফিসে ঢুকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় অফিসের বাইরে সাধারণ মানুষকে উল্লাস করতে দেখা গেছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/এমএমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।