ফরিদপুরে পুলিশের গুলিতে নিহত ২, থানায় ভাঙচুর
ফরিদপুরে পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) বিকেলে কোতোয়ালি থানায় হামলার সময় এ ঘটনা ঘটে।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সামসু ড্রাইভার। বাড়ি শহরের পূর্ব খাবাসপুরের ঢাকাইপট্টিতে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে দুপুরের পর থেকেই ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে হাজারো ছাত্র-জনতা বৃষ্টি উপেক্ষা করে বিজয় উল্লাস করেন। বিকেল ৫টার দিকে সেখানে উপস্থিত একটি দল পাশেই অবস্থিত কোতয়ালি থানায় হামলা করে।
এসময় সেখানে অবরুদ্ধ পুলিশ সদস্যরা টিয়ারসেল ও রাইফেলের গুলি বর্ষণ করে থানা থেকে বেরিয়ে যায়। এসময় থানার সামনে একজন মধ্য বয়সী ব্যক্তির চোখ ভেদ করে মাথা দিয়ে গুলি বেরিয়ে যায়। এছাড়া গুলিতে ছাত্রদল নেতা ভিপি ইউসুফ, বিএনপি নেতা ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হন।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোর্শেদ আলমের বক্তব্য জানতে তাকে ফোন দিলেও তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম