ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুনসান নীরবতা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:২১ এএম, ০৫ আগস্ট ২০২৪

একদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ে চলছে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি। আরেকদিকে রোববার সন্ধ্যা থেকে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। এর ফলে ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে রয়েছে সুনসান নীরবতা।

মহাসড়কে যাত্রীর পাশাপাশি নেই যানবাহন চলাচল। মহাসড়কের দুই পাশে অবস্থিত বিভিন্ন দোকানপাটও বন্ধ থাকায় একেবারে ফাঁকা হয়ে রয়েছে। এছাড়া সকাল থেকেই মহাসড়কে আন্দোলনরত শিক্ষার্থী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।

সোমবার (৫ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুনসান নীরবতা

সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম এই মহাসড়কে দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক কোনো যানবাহন চলাচল করছে না। অন্যান্য সময় রিকশা, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেলেও এবার সেগুলোও নেই। এর ফলে কারফিউ থাকা সত্ত্বেও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা বিপাকে পড়েছেন।

আফজাল হোসেন নামে এক ব্যক্তি বলেন, স্ত্রীকে সাইনবোর্ডের প্রো অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাবো। তাই বের হয়েছিলাম। মহাসড়কে এসে দেখি একটা রিকশাও চলাচল করছে না। আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় অনেক সমস্যায় পড়ে গেলাম।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কিংবা কাঁচপুর হাইওয়ে পুলিশের কারো বক্তব্য পাওয়া যায়নি।

রাশেদুল ইসলাম রাজু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।