ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৪ আগস্ট ২০২৪

ময়মনসিংহে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইটপাটকেল নিক্ষেপ করে বাসার দ্বিতীয় তলার বারান্দার গ্লাস ভাঙচুর করা হয়। রোববার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে নগরীর পন্ডিতপাড়া এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

শরীফ আহমেদ ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য। এর আগেও তিনি এ আসনে আরও দুবার সংসদ সদস্য এবং একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

বিজ্ঞাপন

ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় হামলা-ভাঙচুর

জেলা আওয়ামী লীগের সদস্য ও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সাবেক ভিপি মো. ফিরোজ আহমেদ বলেন, আন্দোলনকারীরা এমপির বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় বাসার প্রধান ফটক বন্ধ ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রীর বাসার কেয়ারটেকার অনিক সরকার সানি বলেন, দুর্বৃত্তরা হঠাৎ শ্লোগান দিয়ে বাসার সামনে এসে এ হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে। তবে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের প্রধান ফটকে আন্দোলনকারীরা ধাক্কাধাক্কি করে ভাঙচুরের চেষ্টা চালায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।