করজোড়ে ক্ষমা চাইলেন পলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০২ আগস্ট ২০২৪
পাঁচ কোটি শিক্ষার্থীর কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

পাঁচ কোটি শিক্ষার্থীর কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘আমাদের ভুল থাকতে পারে, অপরাধ থাকতে পারে। ভুলের শাস্তি আপনারা আমাদেরকে দেবেন। ভুল সংশোধনের সুযোগ দেবেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। কারণ শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না।’

শুক্রবার (২ আগস্ট) বিকেলে প্রতিমন্ত্রীর সিংড়ার বাসভবনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন পলক।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ আন্দোলনে রাজপথে ছিল। তাদের কেউ আঘাত করেনি, তারাও বিশৃঙ্খলা করেনি। পুলিশ শান্তিপূর্ণ রাখার জন্য সহযোগিতা করেছে, কোথাও শক্তি প্রয়োগ করেনি। বিএনপি-জামায়াত, ছাত্রদল-ছাত্রশিবির, জঙ্গি-সন্ত্রাসীরা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নাটোর-নওগাঁয় যেভাবে মানুষ হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখতো, সেই একইভাবে পুলিশ বাহিনীর সদস্য ও যুবলীগ কর্মীকে হত্যা করে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রেখেছে।’

এসময় পলক বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি।’

‘যেভাবেই হোক ছাত্রছাত্রী এবং কিশোর-কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, সেটা দূর করার উদ্যোগ নিতে হবে। সেটা আমাদের ঘর, প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে। ছাত্র-ছাত্রীদের চোখের ভাষা বুঝতে হবে’, বলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথ, অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।