ময়মনসিংহে গণমিছিলে মানুষের ঢল
ময়মনসিংহে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার গণমিছিলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে নগরীর টাউন হল মোড়ে তারা জড়ো হন। পরে মিছিল বের হয়।
বিকেল ৪টার দিকে মিছিলটি টাউন হল মোড় থেকে বের হয়ে নতুন বাজার ও গাঙ্গীনার পাড় সড়ক হয়ে স্টেশন এলাকার কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে আন্দোলনের সমন্বয়করা বলেন, ‘শহীদ হওয়া ছাত্র ভাইদের খুনিদের বিচার না হওয়া পযর্ন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন না। ৯ দফা দাবি আদায়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে, চলবে।’
গণমিছিল শুরু হওয়ার আগে টাউন হল ও জেলা স্কুল মোড় এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তবে শিক্ষার্থীদের জমায়েত শুরু হওয়ার পর তারা সরে যান।
মিছিলকে কেন্দ্র করে নগরীর টাউন হল, কাচারি সড়ক, জিলা স্কুল মোড় ও নতুন বাজারসহ পুরো নগরীর যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বন্ধ ছিল নগরীর সবধরনের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
ময়মনসিংহ কোতোয়ালি থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, গণজমায়েতে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন।
মঞ্জুরুল ইসলাম/এসআর/এমএস