সিলেটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০২ আগস্ট ২০২৪
সিলেটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে

সিলেটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে আখালিয়া এলাকার মাউন্ড এডোরা হসপিটালের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে ফাঁকা গুলি, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ছিল।

পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছিলেন। তাদের সরে যেতে বলায় পুলিশের ওপর ইটপাটকেল ছোড়া শুরু করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সিলেটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

এর আগে বিকেল ৩টা থেকে বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এসে আখালিয়া মাউন্ট এডোরা এলাকায় জড়ো হতে থাকেন। পুলিশও অবস্থান নেয় ওই এলাকায়। এসময় দুপক্ষের মুখোমুখি অবস্থানের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। একপর্যায়ে বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় পুলিশ তাদের সড়ক ছেড়ে যেতে বললে আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে ফাঁকা গুলি, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।

এ ঘটনায় সাংবাদিকসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিলেটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

আহমেদ জামিল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।