গৌরনদীতে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০২:১৬ পিএম, ০২ আগস্ট ২০২৪
বরিশালে সড়ক দুর্ঘটনায় হতাহতদের উধ্দার করছে ফায়ার সার্ভিস

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২ আগস্ট) সকালে গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বরিশাল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ২২-৪৯৫০) এবং ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ২০-৯৮৭১) গৌরনদী বাসস্ট্যান্ড পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চালকসহ অন্য একজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আরও দুইজন গুরুতর আহত অবস্থায় পিকআপে আটকা পড়া। পরে ফায়ার সার্ভিস ও গৌরনদী হাইওয়ে পুলিশ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক কামরুজ্জামান জানান, গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেনের নেতৃত্বে একটি টিম হতাহতদের উদ্ধার করে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

শাওন খান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।