শরীয়তপুরে মেঘনা নদীতে ট্রলারডুবি, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০২ আগস্ট ২০২৪
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক

শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এতে এখন পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন।

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ।

স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে গোসাইরহাট পুরাতন লঞ্চঘাট থেকে ১১ যাত্রী নিয়ে একটি ট্রলার মাঝেরচর এলাকায় যাচ্ছিলো। ট্রলারটিতে সাতজন পুরুষ ও চারজন নারী ছিলেন। ট্রলারটি মাঝ নদীতে এলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডুবে যায়। পরে এ ঘটনায় চারজন পুরুষ ও চার নারীকে উদ্ধার করা হয়। এছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন। উদ্ধার হওয়া সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে ওসি পুষ্পেন দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

বিধান মজুমদার অনি/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।