সিরাজগঞ্জে আওয়ামী লীগের শোক মিছিল
সিরাজগঞ্জে শোক মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে শহরের এসএস রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।
‘শোক হোক শক্তি’ স্লোগানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসানের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর পুনরায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ মিছিলে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, আবু ইউসুফ সূর্য, গাজী ইসহাক আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/জেডএইচ/এএসএম