গলায় শিকল বেঁধে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:১১ পিএম, ০১ আগস্ট ২০২৪

লক্ষ্মীপুরের রামগঞ্জে গলায় শিকল বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌর শহরের সিটি প্লাজার সামনে থেকে মিছিল বের করে শতাধিক আন্দোলনকারী। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

গলায় শিকল বেঁধে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলন থেকে শিক্ষার্থী-জনতাকে গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর হামলা প্রতিবাদ জানায় বিক্ষুব্ধরা। এসব ঘটনায় জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারসহ বৈষম্যবিরোধী আন্দোলনে দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলন শেষে চলে গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।