৪ ঘণ্টা পর বান্দরবান-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০১ আগস্ট ২০২৪

বান্দরবান-থানচি সড়কে পাহাড়ধসে পড়ার ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে জেলার ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, টানা বৃষ্টির কারণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি এলাকায় পাহাড়ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের দুই ঘণ্টার প্রচেষ্টায় ধসেপড়া মাটি সরানো হয়। পরে প্রায় চার ঘণ্টা পর বান্দরবান থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

৪ ঘণ্টা পর বান্দরবান-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক

পূর্ণচন্দ্র মূৎসুদ্দি জানান, টানা বৃষ্টিতে বান্দরবান থানচি সড়কে পাহাড়ধসে সকাল থেকে যান চলাচল বন্ধ ছিল। পরে ধসেপড়া মাটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।