পটুয়াখালীতে শিক্ষার্থী হত্যা-গ্রেফতারের প্রতিবাদ আইনজীবীদের
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচারে গুলি ও গণগ্রেফতারের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে জেলা আইনজীবী সমিতির সামনে মুখে লাল কাপড় বেঁধে এ মানববন্ধন করেন তারা।
ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সভাপতি মো. মহসিন উদ্দিন।
এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নির্বিচারে গুলি করছে সেটি বন্ধ করতে হবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেসব শিক্ষার্থী, সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম