সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল, প্লাবন আতঙ্ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০১ আগস্ট ২০২৪

টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বাড়ায় সাতক্ষীরার কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। শ্যামনগর উপজেলার গাবুরার অংশে এ ফাটল দেখা দেয়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

গাবুরার বাসিন্দা কবিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার সকালে কপোতাক্ষ নদের উপকূল রক্ষা বেড়িবাঁধে প্রায় ১০০ ফুটের মতো জায়গা জুড়ে ফাটল দেখা দিয়েছে। এতে নতুন করে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

গাবুরা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হোসেন জাগো নিউজকে বলেন, বুধবার সামান্য ফাটল দেখা দিয়েছিল। আজ সকাল নাগাদ তা প্রায় ১০০ ফুটের মতো জায়গা জুড়ে বিস্তার লাভ করেছে। আজই সংস্কারের উদ্যোগ না নিলে রাতের মধ্যে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে ফাটলের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানিয়েছি। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন। তবে এখনো বাঁধ সংস্কারের কাজ শুরু হয়নি।

শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের ১৫ নম্বর পোল্ডারে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মো. সাজ্জাত হোসেন জাগো নিউজকে বলেন, বাঁধ ফাটলের বিষয়টি জানার পর দ্রুত জিও টিউব দিয়ে ফাটল রোধের পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে সংস্কার কাজ শুরু হবে।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।